শিরোনাম
পিরোজপুর, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক সচেতনতা বাড়াতে সাইকেল র্যালির মাধ্যমে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন হয়েছে।
বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে এ সাইকেল র্যালিটি শহরের স্টেডিয়াম থেকে শুরু হয়ে কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা পর্যন্ত ৭ কিলোমিটার পথ অতিক্রম করে।
সাইকেল র্যালিটির মূল উদ্দেশ্য ছিল তারুণ্যের শক্তিকে একত্রিত করে স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা ও সামাজিক সংহতির বার্তা ছড়িয়ে দেওয়া।
র্যালিটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার সাইকেল গ্রুপের তরুণ সদস্যরা অংশগ্রহণ করেন।এছাড়া র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় জেলা প্রশাসক বলেন,তারুণ্যের এই অদম্য শক্তিকে উৎসাহিত করে আমরা নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবো।