বাসস
  ২২ জানুয়ারি ২০২৫, ১৭:০৫

তারুণ্যের উৎসব উপলক্ষে শেরপুরে উদ্যোক্তা মেলা

তারুণ্যের উৎসব উপলক্ষে শেরপুরে উদ্যোক্তা মেলা। ছবি ; বাসস

শেরপুর, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : 'এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে শেরপুরে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টায় শেরপুর সরকারি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ।

শেরপুর সরকারি কলেজ আয়োজিত তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে  প্রথম বারের মত এবারের উদ্যোক্তা মেলায় ১৬ টি স্টলে ৭০ ধরণের পিঠা , ফুচকা, দই, পান, বিভিন্ন ধরনের কেক, হাতের তৈরি জামা, কাগজে বানানো জিনিস পত্র, হাতের তৈরি বিভিন্ন ব্যাগ, খেজুরের রস, ঝিলমিল বেলুন, কসমেটিকস,  দেশী সদাই, জেলা ব্রান্ডিং পণ্য তুলসিমালা চাল, হারিয়ে যাওয়া কৃষি পণ্য কাউনের চাল, ৫ রকমের চাসহ বাঙ্গালির ইতিহাস ঐতিহ্যর বিভিন্ন পণ্য স্থান পায়।

সকাল থেকে প্রতিটি স্টলে ছিল উপচে পড়া ভিড় এবং মেলা চলবে বিকেল ৫ টা পর্যন্ত

রসায়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সোহানুর সোহান (২২) বলেন প্রথমবারের মত এরকম আয়োজনে আমরা খুশি। আজ আমাদের কলেজের সকল বিভাগের শিক্ষকরা এ মেলায় এসেছেন। এটি আমাদের জন্য এক মিলন মেলা।

প্রাণিবিদ্যা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মারুফ (২১) জানান, আমাদের স্টলে হারিয়ে যাওয়া পিঠা, কেকসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য রয়েছে। এরকম ভিন্ন আয়োজন প্রতিবছর করা হলে কলেজ থেকে নতুন অনেক উদ্যোক্তা তৈরি হবে।