শিরোনাম
জয়পুরহাট, ২২ জানুয়ারী,২০২৫ (বাসস) : জেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধরার সকাল ১০টায় জেলা প্রশাসন আয়োজিত শহরের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমসহ অনেকে।
কর্মশালায় জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।