বাসস
  ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৭

নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষে ২০ দিনব্যাপী মেলা 

চলছে নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষে ২০ দিনব্যাপী মেলা । ছবি ; বাসস

নড়াইল, ২২ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক শ্লোগান নিয়ে শুরু হওয়া তারুণ্যের উৎসব উপলক্ষে ২০দিনব্যাপী মেলা শুরু হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।

এ সময় জেলার সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ মেলায় স্থাপিত বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।