বাসস
  ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮

নীলফামারীতে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

আজ নীলফামারীতে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা।ছবি ; বাসস

নীলফামারী, ২২ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলার ডোমার উপজেলায় আজ নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ‘আরইএলআই’ (রেলিজিয়েন্স এণ্ট্রারপ্রেনিওরশীপ এণ্ড লাইভলিহুড ইমপ্রুভমেণ্ট) প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করে সোশ্যাল ডেভলপমেণ্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

আজ বুধবার বেলা ১২ টায় ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলমের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর ইসলাম, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদুল হক, এসডিএফের রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলম আকবর, জেলা ব্যবস্থাপক মো. কামরুজ্জামান সরকার, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং প্রকল্পের সুবিধাভোগীসহ ৫০ জন অংশগ্রহন করেন।

 

 

Co