শিরোনাম
লক্ষ্মীপুর, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসবে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই,’ এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে জেলা পর্যায়ের অর্নূধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) আজ থেকে শুরু হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
জেলার ৫টি উপজেলা, থানা ও পৌরসভাসহ ৭টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো: আকতার হোসেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সংগঠক আবদুর রব শামীম, জেলা ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক সোহেল আদনানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।