শিরোনাম
নীলফামারী, ২৪ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ তারুণ্যের উৎসব উপলক্ষে শহর পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টায় শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এর আগে, একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির আয়োজন করে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় জিরো ওয়েস্ট ব্রিগেডের সদস্যরা পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করেন।