শিরোনাম
ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়নের) ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে দেশব্যপী ৯টি জেলার ১১টি স্কুলের অনুর্ধ্ব-১৭ ও ১৪ বছরের ছেলে-মেয়েদের অংশগ্রহণে ইন্টার স্কুল রাগবি ইভেন্ট আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ ১ম পর্যায়ের ২টি স্কুল মিতালী বিদ্যাপীঠ ও সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজে ১২টি দল নিয়ে তারুণ্যের উৎসব ও প্রতিযোগিতা আয়োজিত হয়।
প্রতিযোগিতার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ফেডারেশনের যুগ্ম-সম্পাদক সাঈদ আহমেদ।
আগামী ৩১ জানুয়ারী ২য় পর্যায়ের ২টি স্কুল ঢাকার সানিডেল স্কুল ও নরসিংদীর শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং ১টি ক্লাব জয়পুরহাট তরুণ তরুণী রাগবি একাডেমীতে পরবর্তী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।