শিরোনাম
ভোলা, ২৬ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছাসে’- শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে ভোলা দারুল হাদীস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
দারুল হাদীস কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল বাশার আ. রহিম- এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা শাহ আব্দুর রহিম নুরন্নবী, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কারী রাহিম ইসলাম প্রমুখ।
আলোচনাসভায় মাদ্রাসার কয়েকশ’ শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।