বাসস
  ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৫৪

শেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে সভা

শেরপুরে আজ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ‘বিজয়ের উল্লাস, তারুণ্যের উচ্ছাস’ শীর্ষক আলােচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

শেরপুর, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ‘বিজয়ের উল্লাস, তারুণ্যের উচ্ছাস’ শীর্ষক আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া ও প্রেসক্লাব সভাপতি কাকন রেজা।

সভায় ২০২৪ সালের জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। একই সঙ্গে জুলাই-আগষ্টের ঐক্য ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাসহ স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।