বাসস
  ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫০
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:৩৮

ঢাকা বিভাগের আন্তঃজেলা এ্যাথলেটিকস প্রতিযোগিতা কাল

ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে তারুণ্যের উৎসব আন্তঃজেলা এ্যাথলেটিকস প্রতিযোগিতা আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা হতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে।

দিনব্যাপি এই প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১৩টি জেলার পুরুষ ও মহিলা দল ২টি গ্রুপে ১৮টি ইভেন্টে অংশ নিবে। এর মধ্যে রয়েছে পুরুষদের ১০টি ও মহিলাদের ৮টি ইভেন্ট। ঢাকা বিভাগের ১৩টি জেলার মোট ২৩৫ জন এ্যাথলেট এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন।

সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী।