বাসস
  ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৮
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ২১:২৯

ফেনীতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

ফেনী সদরে শিশু নিকেতন কালেক্টরেট স্কুল মিলনায়তনে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা। ছবি ; বাসস

ফেনী, ২৮ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলায় আজ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ফেনী সদরে শিশু নিকেতন কালেক্টরেট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার সব উপজেলা থেকে মোট ৬টি দল অংশ নেয়। এর মধ্যে সেরা নির্বাচিত পরশুরাম উপজেলা দলকে ক্রেষ্ট প্রদান করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালা আয়োজনে সহযোগিতায় ছিল ফেনী পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

কর্মশালায় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফি উল্যাহ, জেলায় জনস্বাস্থ্য প্রকৌশলের অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা তথ্য কর্মকর্তা এসএম আল-আমীন, সহকারি কমিশনার তানভীর আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাইয়ুম সোহাগ, মুহাইমিন তাজিম ও সালমান হোসেন প্রমুখ।