শিরোনাম
ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০ উইকেটের মালিক হলেন পেসার মুস্তাফিজুর রহমান।
বিপিএল’র ৪১তম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা খুলনা টাইগার্সের বিপক্ষে ক্যারিয়ারের সাড়ে ৩’শ উইকেট পূর্ণ করেন ঢাকা ক্যাপিটালসের মুস্তাফিজ।
খুলনার বিপক্ষে খেলতে নামার আগে টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বোলিং রেকর্ড ছিলো ২৮০ ম্যাচে ৩৪৮ উইকেট। আজকের ম্যাচে ঢাকার সফল বোলার ছিলেন ফিজ। ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন তিনি। ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাড়ে ৩’শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মুস্তাফিজ।
২৮১ ম্যাচের ২৭৯ ইনিংসে ৭৬২৫ রান দিয়ে ৩৫১ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ইনিংসের চারবার ৫ উইকেট নেন ফিজ। সেরা বোলিং ১০ রানে ৬ উইকেট। এরমধ্যে জাতীয় দলের হয়ে ১০৬ ম্যাচে ১৩২ উইকেট আছে মুস্তাফিজের।
মুস্তাফিজের আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সাড়ে ৩’শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। ৪৪৪ ম্যাচে ৪৯২ উইকেট শিকার করেছেন সাকিব।