বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০১

ঝালকাঠিতে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার 

ঝালকাঠিতে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার । ছবি ; বাসস

ঝালকাঠি, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব  উদযাপনের অংশ হিসেবে আজ ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক অন্তরা হালদার।

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে কর্মশালার আলোচক ছিলেন ঝালকাঠির সাবেক সনাক সভাপতি অধ্যাপক লাল মিয়া, আইটি ম্যানেজার (ইটঋঞ) সিদ্ধার্থ সুন্দর মন্ডল এবং তরুণ উদ্যোক্তা রায়হান আহমেদ।

তারুণ্য এক অসামান্য শক্তি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এর পরিপূর্ণ সুফল পেতে তারুণ্য শক্তির যথাযথ ব্যবহারের বিকল্প নেই। ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করে চার উপজেলার শ্রেষ্ঠ ছাত্ররা। তাদেরকে অনুপ্রেরণা দিতে প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, বর্তমানে দেশ এক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, যে সংস্কারের নেতৃত্বে আছে তরুণ সমাজ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিছু কিছু সংস্কার না চাইলেও ঘটে যায়। তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে ২৮টি প্রোগ্রাম শেষ আরো অনেক কর্মসূচি রয়েছে ।