বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৯

জুলাই আগস্ট বিপ্লব স্মরণে লক্ষ্মীপুরে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের দেয়ালিকা উৎসব

জুলাই আগস্ট বিপ্লব স্মরণে লক্ষ্মীপুরে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের দেয়ালিকা উৎসবের উদ্বোধন। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ৫ ফেব্রুয়ারি,২০২৫ (বাসস): ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতি তুলে ধরে লক্ষ্মীপুরে শতাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা  শিক্ষার্থীদের অংশগ্রহনে দেয়ালিকা উৎসব পালিত হয়েছে।  

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত  জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা হলরুমে ব্যতিক্রমী এই দেয়ালিকা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদ আলম রানা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। 

দেয়ালিকা উৎসবে জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ আবু সাইদ ও মুগ্ধসহ ছাত্র-জনতার প্রতিচ্ছবি এবং আন্দোলন সংগ্রামের নানা চিত্র রংয়ের আঁচাড়ে তুলে ধরেন শিক্ষার্থীরা।