শিরোনাম
হবিগঞ্জ, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলায় যুব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামে সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক প্রভাংশু সোম মহান।
এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুর রহমান, যুব উন্নয়ণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ফরিদুল রহমান, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার প্রমুখ।
পরে যুবকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়।