বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০

ঝালকাঠিতে তারুণ্যের উৎসবে কৃষকের আনন্দ অনুষ্ঠান

ঝালকাঠিতে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত। ছবি: বাসস

ঝালকাঠি, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): তারুণ্যের উৎসব উপলক্ষে আজ ঝালকাঠি জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় এক হাজার কৃষক-কৃষাণীর অংশগ্রহণে কৃষকের আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষাণ কিষাণীর স্বতঃস্ফুর্ত অংশগ্রণে কৃষকদের আনন্দ অনুষ্ঠান ছিলো ব্যতিক্রমী, জমজমাট ও মজার সব খেলাধুলায় ভরপুর।

বৃহস্পতিবার দুপুর ১টায় স্থানীয় ইকোপার্কে তারুণ্যের উৎসবে কৃষকের আনন্দ নামে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাওছার। ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ সোহরাব হোসেন, পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। আনন্দ অনুষ্ঠানে খেলাধুরার মধ্যে কৃষক-কৃষাণীদের বৌ সাজানো, কলাগাছে ওঠার খেলা, স্বামী-স্ত্রীর দৌড় ও হাঁস ধরাসহ নানা খেলার আয়োজন ছিলো। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা জানান, তাদের নিয়ে জেলায় এ ধরণের আনুষ্ঠান আগে কখনো আয়োজন করা হয়নি। এ অনুষ্ঠান কৃষি কাজে তাদের আরো উজ্জিবিত করবে।