বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৬
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৪

বিপিএল ফাইনালে চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম কিংসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল।

গেল বছর বিপিএলের শিরোপা জিতেছিলো বরিশাল। এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ বরিশালের।

২০১৩ সালের পর আবারও বিপিএলের ফাইনালে ওঠা চট্টগ্রাম প্রথমবারের মত শিরোপা জয়ের জন্য লড়াই করছে।

চট্টগ্রাম একাদশ : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, খাজা নাফি, হোসাইন তালাত, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাঈম ইসলাম।

বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), তাওহিদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলী।