শিরোনাম
ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় শুরু হয়ে দিনব্যাপী বালক এবং বালিকা বিভাগে ৩টি করে স্কুল হ্যান্ডবল দল অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টে অংশ নেওয়া বালক দল হলো- নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, সেন্ট গ্রেগরী হাই স্কুল, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ।
বালিকা বিভাগ থেকে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ এবং নৌ বাহিনী কলেজ অংশগ্রহন করবে।
টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম।