শিরোনাম
রাজশাহী, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে পাঁচ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আখতার জামীল। টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, তরুণদের হাত ধরেই বাংলাদেশ ও পৃথিবী পাল্টে যাবে। কিছু মানুষ তাদের রূপকথার গল্প বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করে। এসব মানুষগুলোর অধিকাংশই তরুণ। তরুণরা কখনো জরাগ্রস্ত হয় না। দৈহিক ও মানসিকভাবে তারা সবসময় সতেজ থাকে।
তিনি বলেন, ‘আমরা ছোটবেলায় খেলাধুলা বলতে বুঝতাম ফুটবল, ক্রিকেট, হকি, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, গোল্লাছুট, দাড়িয়াবান্ধা, কেরাম ও লুডু খেলা। কিন্তু নব্বই দশকের পরে শুরু হলো ভিডিও গেমস। কালক্রমে সেই গেমস এখন চলে এসেছে মোবাইল গেমসে। আমরা ধরেই নিয়েছিলাম সবাই ইন্টারনেটের যুগে মোবাইল গেমসে আসক্ত হয়ে গেছে। কিন্তু যা দেখলাম তাতে মনে হচ্ছে এখনো আমাদের সবকিছু শেষ হয়ে যায়নি, সামনে একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে।
জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন, মেডিকেল অফিসার ডা. শরিফ মো. কাফি এবং সাবেক ক্রীড়া অফিসার মো. আখতারুজ্জামান রেজা উপস্থিত ছিলেন।