বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪১

তারুণ্যের উৎসব ও বসন্ত বরণ উপলক্ষে দুই দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত

দুই দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত। ছবি : বাসস

ঝিনাইদহ, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): তারুণ্যের উৎসব ও বসন্ত বরণ উপলক্ষে জেলা সদরে শোভাযাত্রা আলোচনা সভা ও দুই দিনব্যাপি পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসব উপলক্ষে গতকাল সকালে কেসি কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রা শেষে কেসি কলেজ প্রাঙ্গণে আয়োজিত পিঠা মেলা ও বসন্ত উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু বকর সিদ্দিকী। 

পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক আলমগীর হুসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু বকর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. ইউনুস আলী, উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল মতিন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ইমরান কবির। স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. ইদ্রিস আলী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নুসরাত জাহান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক শিমুল আল মাসুদ, ছাত্রশিবিরের সভাপতি এসএম মাহবুব ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কলেজ ক্যাম্পাসে কেসি কলেজ ডিবেটিং ক্লাবের আয়োজনে সমসাময়িক বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া 'গাজী কালু চম্পাবতী' নাটক প্রদর্শন করেন কলেজের নাট্য দলের শিল্পীরা।
এদিকে আজ দ্বিতীয় দিনের মতো পিঠা মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির পসরা সাজিয়েছেন। চিতই পিঠা, ভাপাপুলি, পাকান, কাটা পাকান, তারাপিঠা, রসমঞ্জুরি, ইলিশ পাকান, মুড়ি-মুড়কি, বাতাসা, দুধ চিতইসহ হরেক পদের পিঠা মেলায় শোভা পাচ্ছে। পিঠার স্টলগুলোতে শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

পিঠামেলায় যারা পিঠার দোকান দিয়েছেন তাদের দোকানের নামেও রয়েছে নানা বৈচিত্র। রসায়ন বিভাগের শিক্ষার্থী সুরাইয়া তানিন, ফাহাদ, আঁখি খাতুন, নুসরাত, সাথী ও হুরায়রার পরিচালিত স্টলের নাম ‘রসের হাড়ি’।  

‘পিঠা  বৈচিত্র্য’ নামের স্টল সাজিয়েছে প্রাণীবিদ্যা বিভাগ। প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাহফুজ, কাব্য, ফরহাদ হোসাইন, তন্দ্রা, প্রীতি, জেনি, কনিকা, সৌরভ, খালিদ হাসান ও কানিজ ফাতিমা এ স্টল পরিচালনা করছেন।

এছাড়া উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 'পৌষালী', গণিত বিভাগের 'স্বাদের মনোহর', পদার্থ বিজ্ঞান বিভাগের 'আপেক্ষিক রসনা', অর্থনীতি বিভাগের 'পৌষালী মিঠাই', দর্শন বিভাগের 'পিঠা কুঞ্জ', রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 'লাইসিয়াম পিঠাপুলি', ব্যবস্থাপনা বিভাগের 'মিঠাই বাড়ি', ইংরেজি বিভাগের 'এ্যাজেলিয়া' ও বাংলা বিভাগের 'পিঠাপল্লী' নামের স্টল মেলায় স্থান পেয়েছে।

শিক্ষার্থী তনিমা, নিলীমা, জান্নাতুল ফেরদৌস, সাকিব ও হৃদয় আহমেদ বলেন, প্রতিবছরের মতো এবারও পিঠা মেলা জাঁকজমক ভাবে শুরু হয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এবার শিক্ষার্থীরা ভয়হীন ভাবে উৎসব পালন করছে। বসন্ত উৎসব নতুন আমেজ নিয়ে এসেছে। আমরা সারাদিন আনন্দ করব।