শিরোনাম
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে আগামীকাল শুরু হবে দুইদিন ব্যাপী কুস্তি প্রতিযোগিতা।
এবারের প্রতিযোগিতায় বিজিবি, বাংলাদেশ পুলিশ, আনসার, নড়াইল জেলা, রাজশাহী, রংপুর ও মুন্সিগঞ্জ জেলা অংশ নিচ্ছে।
হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২০টি ওজন শ্রেণীতে মোট ১৪০জন খেলোয়াড় অংশ করবে।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় হ্যান্ডবল স্টেডিয়ামের সামনে থেকে সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অংশ গ্রহনে একটি র্যালী অনুষ্ঠিত হবে।
র্যালী শেষে সকাল ১০টা থেকে প্রতিযোগিতা শুরু হবে।