বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৬
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০

টাঙ্গাইলে ‘মাদককে না বলুন’ এ শ্লোগানে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি

‘মাদককে না বলুন’ শ্লোগানে টাঙ্গাইলে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

টাঙ্গাইল, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’  এ শ্লোগানে তারুণ্যের উৎসব ২৫  উপলক্ষে ‘মাদককে না বলুন’ শ্লোগানে জেলায় বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য সাইকেল র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন।

জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. মেহরাব হাসান, ইন্সপেক্টর আনোয়ারুল হাবিব, জেলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।