শিরোনাম
নওগাঁ, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় আজ তারুণ্যের উৎসব ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইভেন্টের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আশিস কুমার ঘোষ, কৃষি অফিসার সোহরাব হোসেন, ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা, প্রাণিসম্পদ কর্মকর্তা আশিস কুমার দেবনাথ, ওসি তদন্ত আবু তালেব প্রমুখ।