বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০

রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসবের সমাপনী 

রাঙ্গামাটি, ২০ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস) :  জেলায় আজ তারুণ্যের উৎসবের ২০২৫ এর সমাপনী।  এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই স্লোগানে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন চত্ত্বরে শহিদ আব্দুল আলী মঞ্চে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন চৌধুরী।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ মারুফের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, সদর জোন কমান্ডার জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী,জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক মো. হারুনুর রশীদ হারুন প্রমুখ।
রাঙ্গামাটিতে গত ৮জানুয়ারি থেকে ২৩ টি ইভেন্টে তারুণ্যের উৎসব শুরু হয়।