বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৯
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২২

বাগেরহাটে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

বাগেরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিসিক শিল্প নগরীর উদ্যোগে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। ছবি : বাসস

বাগেরহাট, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে জেলায় জেলা প্রশাসন ও জেলা বিসিক শিল্প নগরীর উদ্যোগে  গতকাল থেকে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। 

জেলার পৌরপার্কে বুধবার বিকাল সাড়ে ৪ টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাদা পায়রা উড়িয়ে অতিরিক্ত  জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, বিসিকের জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মো. মামুনুর রশীদ, নারী উদ্যোক্তা আবেদা খানম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাগেরহাট বিসিক শিল্প নগরীর ম্যাট্রেস, লিচুর পাল্প, কাঠের ঘর, কাঠের তৈরি সাইকেল যাচ্ছে বেলজিয়াম সহ ইউরোপের বিভিন্ন দেশে। এ ছাড়া এখানে তরুণ  নারী উদ্যোক্তারা মানসম্মতও স্বাস্থ্য সম্মত খাবার তৈরি করেন।পরে প্রধান অতিথি মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন।

মেলায় নারীদের হস্ত শিল্প, বিভিন্ন ধরনের পিঠা স্টল  সহ  ১৯ টি স্টল রয়েছে। এ ছাড়া দর্শকদের বিশেষ আকর্ষণ ও বিনোদন দিতে এ মেলায় নাগরদোলা, ড্রাগন, ট্রেন, মিনি ঘোড়া, প্লেন,ময়ুরপঙ্খী চড়ে তরুণ তরুণীরা আনন্দ উপভোগ করছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।