শিরোনাম
ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ঝিনাইদহে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ৭ কিলোমিটারের এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
আজ সকাল সাড়ে ৭টায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ম্যারাথন শুরু হয়ে শহরের নির্ধারিত সড়ক ঘুরে পায়রা চত্বরে শেষ হয়।
সকাল ৯টায় পায়রা চত্বরে পুরষ্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়। প্রথম ১৩ জনকে পুরষ্কার ও সনদ দেওয়া হয়।
এছাড়া প্রতিযোগিতায় ফিনিশিং লাইন স্পর্শকারী সকল প্রতিযোগীকে সনদ ও মেডেল দেওয়া হয়।
ম্যারাথনকে কেন্দ্র করে ভোর থেকে জেলা শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউটস ও স্বেচ্ছাসেবী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে শহর।
আয়োজকরা জানান, ম্যারাথনে শতাধিক প্রতিযোগি অংশ নেন। তরুণ-তরুণী, শিশু-কিশোরসহ নানা বয়সের অ্যাথলেট এ ম্যারাথনে অংশগ্রহণ করেন।