শিরোনাম
দিনাজপুর, ১৪ আগস্ট, ২০২৩ (বাসস) : জেলায় এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৩৫৭ ডেঙ্গু রোগীর মধ্যে দুইজন মারা গেছেন আর ৩১৬জন রোগী সুস্থ হয়েছেন।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিক জানান, জেলায় এ পর্যন্ত ৩৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এরমধ্যে দুইজন মারা গেছে। ৩১৬ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। ৩৯ জন ডেঙ্গু রোগী জেলার মেডিকেল কলেজ হাসপাতাল ও ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই তরুণের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান আজ সাংবাদিকদের জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ হাসান (১৮) নামে একজন মারা গেছে। এর আগে গত শনিবার রাকিব হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্র মারা যায়। তারা দুইজনেই ঢাকায় থাকতেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিনাজপুরে আসেন। মাসুদ হাসান জেলা সদরের কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের রফিকুল মাস্টারের পুত্র। অপরজন রাকিব হাসান জেলার চিরিরবন্দর উপজেলার দামাইল গ্রামের রাশিদুল ইসলামের পুত্র ও যশাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।
সিভিল সার্জন জানান, ঢাকা থেকে আসা ডেঙ্গু আক্রান্ত রোগী মাসুদ হাসানকে গত ৯ আগস্ট দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে দিকে সে আইসিইউতে থাকা অবস্থায় মারা যায়। তার পরিবার জানায়, মাসুদ হাসান ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতো। জ্বর নিয়ে বাড়িতে ফেরার পর তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু আক্রান্ত বলে শনাক্ত হয়েছিল সে।
এছাড়া গত ৯ আগস্ট দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল রাকিবকে। আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট ভোরে মারা যায়। সে ঢাকায় থাকার সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল।
দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ডেঙ্গু জেনারেল ইউনিটে ২৬জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে চারজন শঙ্কামুক্ত হওয়ায় তাদের আজ বিকেলে রিলিজ দেয়া হয়েছে। একজন শিশুকে পেডিয়াট্রিক ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ২১ জন রোগী এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু জেনারেল ইউনিটের ইনচার্র্জ কনসালটেন্ট ডা. আশিক ইকবাল জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের অধিকাংশই পুরুষ এবং ঢাকা এই রোগের আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ফেরত এসে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।