বাসস
  ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:০২

দিনাজপুরে ভিটামিন এ’ ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা 

দিনাজপুর, ১০ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এবার দিনাজপুর জেলায় ৩ লাখ ৪৩ হাজর ৭৪০জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 
আজ রোববার দুপুর ১২টায় সিভিল সার্জন কার্যালয়ে শহীদ ডা: আব্দুর জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী জানান, জেলার ১৩টি উপজেলার ১০৪টি ইউনিয়নে এবং ৯টি পৌরসভায় ৩ লাখ ৪৩ হাজর ৭৪০জন শিশুর মধ্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 
আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী এই ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ২৩২ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৬ হাজার ৫০৮ শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে ৫ হাজার ৮৮০ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবী। এদের মধ্যে স্বাস্থ্য বিভাগের ২৬২ জন মাঠকর্মী এবং পরিবার পরিকল্পনা বিভাগের ৩৮৬ জন মাঠকর্মী এবং ৫ হাজার ২৩২ জন স্বেচ্ছাসেবী রয়েছে।
জেলায় মোট ২ হাজার ৬১৬টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এসব কেন্দ্রের মধ্যে স্থায়ী কেন্দ্র ১৫টি, অস্থায়ী কেন্দ্র ২ হাজার ৫৮৯টি ও অতিরিক্ত কেন্দ্র (উপজেলা ইউনিয়ন পর্যায়ে) ১২টি। 
আগামী ১২ ডিসেম্বর সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের ন্যায় দিনাজপুর জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এই কর্মশালায় উপস্থিত ছিলেন।