শিরোনাম
ঢাকা, ১৫ আগস্ট, ২০২৪ (বাসস) : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে (১ জানুয়ারি থেকে) মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে।
আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১০৪ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ৫০ জন, খুলনায় ৯ জন, বরিশালে ৪২ জন, ময়মনসিংহে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট আট হাজার ৯৩০ জন। যাদের মধ্যে ৬০.৫ শতাংশ পুরুষ এবং ৩৯.৫ শতাংশ নারী। এসময়ে মৃত ৭৪ জনের মধ্যে ৪৮.৬ শতাংশ নারী ও ৫১.৪ শতাংশ পুরুষ।