বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৮

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু; নতুন আক্রন্ত ৪৮৬

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। 
একই সময়ে দেশে আরও ৪৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে এপর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছে ১০৭ জন।     
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭, ঢাকা উত্তর সিটিতে ১০৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনা বিভাগে ৩৯ জন রয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
এদিকে গত এক দিনে সারাদেশে ৪৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ১৬ হাজার ৯৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৯ হাজার ৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।