বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৯

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রন্ত ৮৪৩ 

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ভাইরাস ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত আরও ৮৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২৫ জন মৃত্যুবরণ করেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ১০৮ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। 
স্বাস্থ্য অধিদফতর জানায়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৩, ঢাকা উত্তর সিটিতে ২২৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬২, খুলনা বিভাগে ৪৮ জন রয়েছেন। 
এছাড়াও রাজশাহী বিভাগে ২১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত এক দিনে সারাদেশে ৭০০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২০ হাজার ২৭৭ জন।