শিরোনাম
হবিগঞ্জ, ১৫ অক্টোবর, ২০২৪ (বাসস) : জেলায় আজ নারীদের জরায়ু ক্যানসার প্রতিরোধ সাংবাদিকদের সাথে স্বাস্থ্য বিভাগের এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. নুরুল হক। বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য অফিসার ডা. মো. কলিম উল্লা, স্বাস্থ্য কর্মকর্তা শরীফ মো. সানজিদ জামান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ২৪ অক্টোবর থেকে ২৮ দিন ব্যাপী জেলা স্কুলের কিশোরীদের জরায়ু প্রতিরোধে টিকা প্রধান করা হবে।
জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৯১৬ জন কিশোরীকে,লক্ষ্যমাত্রা পুরণে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।
ক্যম্পেইনে জেলার বিভিন্ন মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।