শিরোনাম
দিনাজপুর, ২ নভেম্বর, ২০২৪( বাসস): দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল টেইন এর সহযোগিতায় এবং প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকারের তত্ত্বাবধানে “জন্মগত ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে ৩ দিন ব্যাপী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক ও সাবেক দিনাজপুর পৌরসভার মেয়র মো. শফিকুল হক ছুটু। তিনি বলেন, গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে এসব ঠোঁট কাটা ও তালুকাটা রোগীদের ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করে তাদের অপারেশনে পূর্ব প্রস্তুতি হিসেবে স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। গত দুদিন তাদের পরীক্ষা নিরীক্ষার পর আজ শনিবার সকাল নয়টা থেকে রোগীদের অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি বলেন, শনিবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২৭ জন রোগীকে সফল ভাবে অপারেশন করা হয়েছে।
তিনি আরও বলেন, অপারেশন ক্যাম্পে জন্মগত ঠোঁট কাঁটা-তালু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন ও ঔষধ প্রদান সহ হাসপাতালে থাকাকালীন সময়ে রোগীদের খাবার, থাকার এবং যাতায়াতের ভাড়া প্রদান করা হয়েছে।
অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার জানান, জন্মগত ঠোঁট ও তালু কাটা রোগীদের আমারা দক্ষ মেডিকেল টিম বিনামূল্যে দীর্ঘদিন ধরে দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালে অপারেশন ক্যাম্প পরিচালনা করে আসছি। বিশেষ করে শিশু রোগীরা এই অপারেশনের মাধ্যমে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবন-যাপন করছেন।
অপারেশনের সময় তাকে সহযোগিতা করেন, ডা. মো. শামীম হোসেন, ডা. মোস্তফা, মো. আনিসুজ্জামান, ডা. নীহার রঞ্জন কুন্ডু, ডা. মো. আইয়ুব আলীসহ একদল দক্ষ চিকিৎসক।