বাসস
  ২৫ নভেম্বর ২০২৪, ১৯:০৬

চমেক হাসপাতালে ৩ হাজার ব্যাগ স্যালাইন বরাদ্দ

চট্টগ্রাম, ২৫ নভেম্বর ২০২৪ (বাসস) : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জন্য তিন হাজার ব্যাগ নরমাল স্যালাইন বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক এ স্যালাইন বরাদ্দ দেওয়া হয়।

এসব স্যালাইন আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পৌঁছানোর কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন।

এরআগে গত ১৬ নভেম্বর চমেক হাসপাতাল কর্তৃপক্ষ স্যালাইন বরাদ্দের জন্য রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিসিএলে চাহিদাপত্র প্রেরণ করে। 

এসব স্যালাইন বরাদ্দ পাওয়ায় হাসপাতালটির ডেঙ্গু এবং সাধারণ রোগীদের স্যালাইন সরবরহের পাশাপাশি জরুরি ও অস্ত্রোপচারের রোগীদের জন্য সরবরাহ ঠিক রাখা যাবে। এতে করে চাহিদার কোন ঘাটতি হবে না।