শিরোনাম
সিলেট, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সিলেটের সনাক্তকৃত ৭৩ হাজার উচ্চচাপ রোগীর মধ্যে শতকরা ৫৮ ভাগ রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। নিয়মিত ওষুধ গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখার মাধ্যমে এটি সম্ভব হয়েছে।
আজ সোমবার সিভিল সার্জন অফিস, সিলেট-এর উদ্যোগে কমিউনিটি ক্লিনিকগুলোতে রোগীদের সেবাগ্রহণের অভিজ্ঞতা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সুস্থ জীবনাচরণ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান।
বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ রোগীর ক্ষেত্রে তৃণমুল পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিলেটের সবগুলো কমিউনিটি ক্লিনিকে তালিকাভুক্ত ডায়াবেটিস রোগী ও উচ্চ রক্তচাপ রোগীদের জন্য সংশ্লিষ্ট ঔষধ সরবরাহের ব্যবস্থা রয়েছে।
মতবিনিময় সভায় সিলেট সিভিল সার্জন অফিসের কর্মকর্তা এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর ‘বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ’ প্রোগ্রামের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।