বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৫

বরগুনায় দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

বরগুনায় জেলা শহরের শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প। ছবি ; বাসস

বরগুনা ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা শহরের শিল্পকলা একাডেমিতে আজ থেকে দুই দিনব্যাপী চলছে বিশেষ ফ্রি চিকিৎসা ক্যাম্প।

জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং সিভিল সার্জন অফিসের সহযোগিতায় ‘আমাদের জন্য আমরা’ এবং ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) যৌথভাবে এই চিকিৎসা ক্যাম্পের আয়োাজন করেছে। ‘এক্সপ্লোরেশন গ্লোবাল হেলথকেয়ার লি.’ এর তত্ত্বাবধানে এই ক্যাম্পে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে কুয়েত প্রবাসী হাসপাতাল।

মঙ্গলবার সকাল দশটায় শিল্পকলা একাডেমিতে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। ধরা'র সভাপতি ডাক্তার আজমেরী বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্লাস্টিক এন্ড অনকো সার্জন প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার অরুণাভ চৌধুরী, গ্লোবাল হেলথ কেয়ারের পরিচালক লে. কর্নেল আক্তার ইকবাল, ড. মো. ইউনুস আলী, জেলা বিএনপি নেতা ফজলুল হক মাস্টার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, সাংবাদিক  মুশফিক আরিফ।

ক্যাম্পে মেডিসিন, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ক্যান্সার, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, গাইনী, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, ডায়াবেটিস বিশেষজ্ঞরা চিকিৎসা সেবা প্রদান করছেন। আগামীকাল  বুধবার সন্ধ্যায় চিকিৎসা ক্যাম্প শেষ হবে।