বাসস
  ০৭ এপ্রিল ২০২৫, ১৬:৫৪

সারাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত

ছবি: সংগৃহীত

ঢাকা, ৭ এপ্রিল ২০২৫ (বাসস) : ‘জন্ম হউক সুরক্ষিত, ভবিষ্যৎ হউক আলোকিত’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সারাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫’ উদ্‌যাপিত হয়েছে। 

এ উপলক্ষে জেলা শহরগুলোতে স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা বহনকারী প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা শহরগুলোতে এসব কর্মসূচি আয়োজন করা হয়।  

ঝিনাইদহ সংবাদদাতা জানান, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ সকালে জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা, নিরাপদ মাতৃত্ব ও শিশুর সুরক্ষায় স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। তারা বলেন, সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ সফল করতে তাই জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের অধিকতর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ঝিনাইদহ ৫০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সাথী সাহা ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান প্রমুখ।

হবিগঞ্জে এ উপলক্ষে শোভাযাত্রা ও সিভিল সার্জনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাঈমা খন্দকার, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার, ডিপিও মোহাম্মদ আব্দুল্লাহ, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর কবির, ডা. কলিম উদ্দিন সরকার প্রমুখ।

আজ বেলা ১১ টায় সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যৌথ উদ্যোগে এক শোভাযাত্রা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা ইপিআই মিলনায়তনে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন। 

সভায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাজেশ সিংহ এবং  বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স অ্যান্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার  ডা. ইমামা ইকবাল জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী পরিচর্যা, মাতৃ ও শিশু মৃত্যুর হারসহ বিভিন্ন পরিসংখ্যান প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন।

মেহেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদের নেতৃত্বে একটি শোভাযাত্রা সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে সিভিল সার্জনের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। 

রাঙ্গামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে আজ জেলা চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ অফিস ভবনের সামনে থেকে জেলা  সিভিল সার্জন অফিস পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।  শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মং ক্য চিং সাগরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা সংবাদদাতাদের দেয়া তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গা, নোয়াখালী ও নাটোরসহ দেশের অন্যান্য জেলা সদরে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫’ উপলক্ষে  শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় ।