বাসস
  ২১ এপ্রিল ২০২৫, ১৯:১৭

বিএমইউ’তে ইউনান-বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহযোগিতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত

বিএমইউ’তে ইউনান-বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহযোগিতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত। ছবি: বিএমইউ

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ইউনান-বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহযোগিতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সুপার স্পেশালাইজ হাসপাতালের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) পরবর্তী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক জিয়া জুয়েশান।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে কুনমিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট মি. প্যান জুয়েজুন, ইউনান চাইনিজ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট মিসেস ইউ জি, ইউনান ভোকেশনাল কলেজ অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের ভাইস-প্রেসিডেন্ট মিসেস শেন ইউকিওং প্রমুখসহ বিএমইউ’র সম্মানিত ডিনরা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জিয়া জুয়েশান চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রম, চীনের ট্রেডিশনাল মেডিসিন সেবাসহ বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে সম্প্রতি যে বৈঠক হয়েছে তা দুই দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাতের পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে বিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি দেশের উচ্চতর মেডিক্যাল শিক্ষা, উন্নত চিকিৎসাসেবা প্রদান ও গবেষণায় প্রধানতম প্রতিষ্ঠান। আজকের অনুষ্ঠানের মাধ্যমে চীনের কুনমিং ইউনিভার্সিটিসহ ইউনান প্রদেশে বিদ্যমান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তিগত প্রতিষ্ঠান সমূহের সুযোগকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কাজে লাগানোর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। রোবটিক সার্জারি চালু, সফলভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন চালুসহ বিভিন্ন জটিল জটিল চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে বিএমইউ’র উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার তার বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি ও কুনমিং ইউনিভার্সিটির মধ্যে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, নলেজ শেয়ারিং, টেকনোলজি ট্রান্সফার, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, অবকাঠামোগত উন্নয়নের বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, আজকের অনুষ্ঠান বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিসহ দেশের মেডিকেল শিক্ষা ও সামগ্রিক স্বাস্থ্যখাতের জন্য নতুন এক মাইলস্টোনের শুভ সূচনা করেছে।

চীন বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ দশমিক ২০ মিলিয়ন ইউএস ডলার বরাদ্দ দেবে। যা বাংলাদেশের স্বাস্থ্যসেবায় চীনের সহযোগিতার নতুন দুয়ার খুলে দিয়েছে বলেও উল্লেখ করেন কোষাধ্যক্ষ।