বাসস
  ০৫ অক্টোবর ২০২৩, ২০:২৪
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২০:২৭

বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে টেন্ডুলকার

আহমেদাবাদ, ৫ অক্টোবর ২০২৩ (বাসস) : আজ থেকে শুরু হওয়া ওয়ানডে বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের আগে ট্রফি নিয়ে মাঠের প্রবেশ করেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ (বৈশ্বিক দূত) ভারতের শচীন টেন্ডুলকার।  
আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ওয়ানডে বিশ^কাপের ১৩তম আসর। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচে দু’দেশের জাতীয় সঙ্গীত শুরুর আগে বিশ^কাপ ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটার ও ২০১১ সালের বিশ^কাপ জয়ী দলের সদস্য টেন্ডুলকার। তিনি  মাঠের প্রবেশের সাথে উল্লসিত হয়ে উঠে গ্যালারিতে থাকা ক্রিকেটপ্রেমিরা।
এরপর ট্রফিটি মাঠে থাকা টেবিলের উপর রেখে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলোয়াড় এবং উদ্বোধনী ম্যাচের অফিসিয়াল কর্মকর্তাদের সাথে ছবি তুলেন টেন্ডুলকার। ছবি তোলা শেষে ধারাভাষ্যকার প্যানেলের সাথে  বেশ কিছু আড্ডা মারেন তিনি।
এবারের বিশ^কাপে আইসিসির ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ বা বৈশি^ক দূত হিসেবে আছেন বিশ^ মঞ্চে সর্বোচ্চ রানের বিশ^ রেকর্ডে টেন্ডুলকার।