শিরোনাম
আহমেদাবাদ, ৫ অক্টোবর ২০২৩ (বাসস) : ওয়ানডে বিশ্বকাপে তৃতীয়বারের মতো এক ম্যাচে প্রতিপক্ষের পাঁচ উইকেট শিকার করলো নিউজিল্যান্ডের স্পিনাররা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হওয়া ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান করে ইংল্যান্ড। বল হাতে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ৪৮ রানে ৩টি, দুই স্পিনার মিচেল স্যান্টনার ৩৭ রানে ও গ্লেন ফিলিপস ১৭ রানে ২টি করে এবং পেসার ট্রেন্ট বোল্ট ৪৮ রানে ও স্পিনার রাচিন রবীন্দ্র ৭৬ রানে ১টি করে উইকেট নেন।
ইনিংসে নিউজিল্যান্ডের তিন স্পিনার স্যান্টনার-রবীন্দ্র ও ফিলিপস ৫টি উইকেট নেন। এর আগে ২০০৭ সালের বিশ^কাপের ম্যাচে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছিলো নিউজিল্যান্ডের স্পিনাররা। ঐ আসরে কানাডার বিপক্ষে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ৬টি করে উইকেট শিকার করেছিলো নিউজিল্যান্ডের স্পিনাররা।