শিরোনাম
ধর্মশালা, ৭ অক্টোবর ২০২৩ (বাসস) : মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্সে আজ আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ১৩তম ওয়ানডে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল হাতে ২৫ রানে ৩ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৭৩ বলে ৫৭ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন মিরাজ।
সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ম্যাচে ৩ উইকেট নেয়া ও ৫০ রান করা খেলোয়াড় হিসেবে নাম লেখালেন মিরাজ।
এর আগে ২০১৯ সালের বিশ^কাপে বাংলাদেশের হয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৫১ রান ও ২৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। ম্যাচটি ৬২ রানে জিতেছিলো বাংলাদেশ।