বাসস
  ০৮ অক্টোবর ২০২৩, ১৮:১১
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৮:২০

উইলিয়ামসনকে ছাড়া নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নিউজিল্যান্ড 

হায়দারাবাদ, ৮ অক্টোবর ২০২৩ (বাসস) : বিশ্বকাপে ইংল্যান্ডের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড। উইলিয়ামসনকে ছাড়াই আগামীকাল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। অবশ্য ইনজুরি কাটিয়ে দ্বিতীয় ম্যচেই নিউজিল্যান্ড দলে ফিরছেন দুই পেসার টিম সাউদি ও লুকি ফার্গুন। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর টানা দ্বিতীয় জয়ে চোখ কিউইদের। অন্য দিকে প্রথম ম্যাচে হারের স্মৃতি ভুলে জয়ের দেখা পেতে চায় নেদারল্যান্ডস। 
হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। 
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে  উইলিয়ামসনের না খেলার বিষয়টি নিশ্চিত করেছিলো নিউজিল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ফেরার সম্ভাবনা ছিলো উইলিয়ামসনের। কিন্তু সেটিও এখন আর হচ্ছে না-নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, ‘দ্রুতই সুস্থ হয়ে উঠছে উইলিয়ামসন। আমি মনে করি, ফিল্ডিংই একমাত্র জায়গা যেখানে তার আরও ভালো করা দরকারর। ধীরে ধীরে নিজের শরীরের ওপর চাপ  পারছে সে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবে না উইলিয়ামসন।’
উইলিয়ামসন ফিট না হলেও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন সাউদি ও ফার্গুসন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তারা। এ ব্যাপারে স্টিড বলেন, ‘অনুশীলনে ফার্গুসনকে পুরোপুরি ফিট দেখা গেছে। পরের ম্যাচ খেলার জন্য প্রস্তুত সে। অনুশীলনে দীর্ঘক্ষণ ঘাড় ঝড়িয়ে সাউদি। নেটে বোলিংয়ের পর ফিল্ডিংয়ে পরিশ্রম করেছে সাউদি। তার মধ্যে কোন জড়তা ছিলো না। দু’জনের ফিরে আসাটা দলের জন্য দারুন ব্যাপার।’   
উইলিয়ামসন-সাউদি-ফার্গুসনকে ছাড়াই বিশ^কাপে দুর্দান্ত সূচনা করে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নকে ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় কিউইরা। আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান করে  ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন জো রুট। 
জবাবে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ২৮৩ রানের টার্গেট হেসেখেলে স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড। ১০ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে ২৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন কনওয়ে ও রবীন্দ্র। কনওয়ে ১৫২ ও ব্যাটিংয়ে প্রমোশন পাওয়া রবীন্দ্র ১২৩ রানে অপরাজিত থাকেন। 
জয়ের ধারা অব্যাহত রেখে নেদারল্যান্ডসের বিপক্ষেও সাফল্যের দেখা পেতে চায় নিউজিল্যান্ড। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম বলেন, ‘দুর্দান্ত এক জয় দিয়ে আমরা বিশ^কাপ শুরু করতে পেরেছি। প্রথম ম্যাচের পারফরমেন্স অব্যাহত রাখতে পারলে দ্বিতীয় ম্যাচে জয় অসম্ভব নয়। বোলিংয়ে আরও উন্নতি করতে হবে আমাদের। প্রথম ম্যাচে আমাদের বোলিংয়ে বেশ কিছু ভুল ধরা পড়েছে। আশা করছি, ছেলেরা সেগুলো শুধরে নিবে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেই জ¦লে উঠবে।’ 
উইলিয়ামসনের জন্য হতাশ হলেও সাউদি ও ফার্গুসন ফেরায় খুশি লাথাম , ‘অবশ্যই উইলিয়ামসনকে না পাওয়াটা আমাদের জন্য হতাশার। আশা করছি, সে দ্রুতই মাঠে ফিরবে। সাউদি ও ফার্গুসন ফেরায় দলের শক্তি আরও বেড়েছে।’
অন্যদিকে নিউজিল্যান্ড জয় দিয়ে আসর শুরু করলেও পাকিস্তানের কাছে ৮১ রানের হার দিয়ে বিশ^কাপে যাত্রা করে নেদারল্যান্ডস। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানকে ২৮৬ রানেই গুটিয়ে দেয় নেদারল্যান্ডস। এরপর ব্যাটারদের ব্যর্থতায় ৯ ওভার বাকী থাকতে ২০৫ রানে শেষ হয় নেদারল্যান্ডস ইনিংস। 
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট-বল হাতে দারুন পারফরমেন্স করেছেন বাস ডি লিডে। বল হাতে ৪ উইকেট ও ব্যাট হাতে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে ডি লিডে বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা শতভাগ  খেলতে পারিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবো আমরা। তবে কাজটি সহজ হবে না। ইংল্যান্ডের বিপক্ষে দারুন এক জয় পেয়েছে নিউজিল্যান্ড। আমাদের সতর্ক থাকতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে।’
এখন পর্যন্ত ওয়ানডেতে চারবার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। চার ম্যাচেই জয় আছে কিউইদের। গেল বছর সর্বশেষ দু’দলের দেখা হয়েছিলো। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করেছিলো নিউজিল্যান্ড। 
নেদারল্যান্ডস দল : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লাইন, বাস ডি লিডে, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারু, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।
নিউজিল্যান্ড দল : টম লাথাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, টিম সাউদি, উইল ইয়ং।