শিরোনাম
চেন্নাই, ৮ অক্টোবর ২০২৩ (বাসস/এএফপি) : বিশ্বকাপে দ্রুততম এক হাজার রানের রেকর্ডটি এতদিন দখল করে রেখেছিলেন ভারতীয় মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। আজ ভারতের বিপক্ষে চেন্নাইয়ে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।
টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে ওয়ার্নার বিশ্বকাপে ১৯টি ইনিংস খেলেছেন। এর মাধ্যমে টেন্ডুলকার ও ডি ভিলিয়ার্সের ২০ ইনিংসে হাজার রান স্পর্শ করার রেকর্ডটি ভেঙ্গে দিয়েছে ওয়ার্নার।
হার্ডিক পান্ডিয়ার বলে বাউন্ডারি হাঁকিয়ে নতুন রেকর্ড করেন বাঁহাতি ওয়ার্নার ।
এবারের বিশ^কাপে প্রথম ম্যাচে খেলতে নেমে ভারতের বিপক্ষে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
২০১৩ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়া ভারতীয় ব্যাটিং লিজেন্ড টেন্ডুলকার ৫০ ওভারের বিশ^কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ২২৭৮ রান সংগ্রহ করেছে। ৩৬ বছর বয়সী ওয়ার্নার ক্যারিয়ারে ১৫১টি ওয়ানডেতে ৬ হাজারেরও বেশী রান সংগ্রহ করেছে। রেকর্ড ষষ্ঠবারের মত শিরোপা জয়ের পথে ওয়ার্নারের উপর অনেকটাই নির্ভরশীল অস্ট্রেলিয়া। ধারনা করা হচ্ছে এটাই ওয়ার্নারের শেষ বিশ^কাপ।