বাসস
  ১০ অক্টোবর ২০২৩, ১৫:৫৩

বড় পার্টনারশীপের অভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছে : অ্যাকারম্যান

হায়দারাবাদ, ১০ অক্টোবর, ২০২৩ (বাসস/এএফপি) : বিশ্বকাপে  গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় পার্টনারশীপের  অভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে  হারতে হয়েছে বলে স্বীকার করেছেন নেদারল্যান্ডস অলরাউন্ডার  কলিন আ্যাকারম্যান।
৩২ বছর বয়সী এই অল রাউন্ডার কাল দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেছেন।  টসের বিপরীতে প্রথমে ব্যাটিং করে  নিউজিল্যান্ডের করা  ৭ উইকেটে ৩২২ রানের জবাবে নেদারল্যান্ড ৪৬.৩ ওভাবে ২৩৩ রানে অল আউট হয়।
এর আগে হায়দারাদের এই মাঠেই প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮১ রানে পরাজিত হয়েছিল ডাচরা।
চতুর্থ উইকেটে তেজা নিদামানুরুকে (২১) নিয়ে অ্যাকারম্যান ৫০ রানে জুটি গড়ে তুলেছিলেন। কিন্তু সেটা বড় স্কোরের জন্য  যথেষ্ট ছিলনা। এ সম্পর্কে অ্যাকারম্যান বলেন, ‘৩০ ওভারে ৪ উইকেটে আমাদের রান ছিল ১৫০। আমি মনে করি ঐ সময় পর্যন্ত আমরা সঠিক পথেই ছিলাম। কিন্তু ৩০তম ওভারের পর দ্রুত দুই উইকেট হারিয়ে আমরা পার্টনারীশপ বড় করতে পারিনি।’
নিউজিল্যান্ড অল রাউন্ডার স্যান্টনারের ম্যাচ সেরা পারফরমেন্সের প্রশংসা করে আ্যাকারম্যান বলেছেন, ‘স্যান্টনার তার দায়িত্ব দারুনভাবে পালন করেছেন। তিনি আমাদের দলের জন্য হুমকি হয়ে উঠেছিলেন। যদিও আমি মনে করি একটা সময় আমরা তাকে ভালই খেলেছি। কিন্তু দুটি উইকেট বিলিয়ে দিয়ে আমরা আর ঘুড়ে দাঁড়াতে পারিনি।’
তিনি আরো বলেন, ‘আমাদের পক্ষে ৩২০ রান তাড়া করা সম্ভব নয়। ২৮০-২৯০ রান হয়তোবা চেজ করা যেতে  পারে। এটা সত্যিই দারুন হতাশার। আমি মনে করি নিউজিল্যান্ড ৩০-৪০ রান বেশী করেছে।’
আগামী ১৭ অক্টোবর ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবার আগে লম্বা বিশ্রাম পাচ্ছে নেদারল্যান্ডস। অ্যাকারম্যান বলেছেন, ‘এখন আমরা দুইদিন বিশ্রামে থাকতে চাই, এরপর অনুশীলনে নামবো। এখন পর্যন্ত আমরা যা করতে পারিনি সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রমান করতে চাই। অবশ্যই ধর্মশালার কন্ডিশন একবারেই ভিন্ন। সে কারনে আগে সেখানে সবকিছু পর্যবেক্ষন করতে হবে। মাত্র দুটি ম্যাচ শেষ হয়েছে। দেখা যাক বাকি ম্যাচগুলোতে কি হয়।’
বাসস/এএফপি/নীহা/১৫১৫/স্বব