শিরোনাম
পুনে, ১৯ অক্টোবর ২০২৩ (বাসস) : সাকিব আল হাসানের পর ওয়ানডে বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম।
আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বিশ্বকাপে বাংলাদেশের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে ১টি করে চার-ছক্কায় ৪৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন মুশফিক। এই ইনিংসের সুবাদে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ^কাপে ১ হাজার রান পূর্ণ করেন মুশফিক।
বিশ^কাপে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মুশফিক খেলেছেন ৩২ ইনিংস। এতে শ্রীলংকার সনাথ জয়সুরিয়ার পাশে বসেন মুশফিক। ৩২ ইনিংসে বিশ্বকাপে ১ হাজার রান করেছিলেন জয়সুরিয়া।