শিরোনাম
লন্ডন, ২০ অক্টোবর ২০২৩ (বাসস/এএফপি):বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপুর্ন ম্যাচে মাঠে নামতে প্রস্তুত ইংল্যান্ড অলাউন্ডার বেন স্টোকস। ইনজুরির আসরের শুরুতে নিজেদের প্রথম তিন ম্যাচে খেলতে না পারা স্টোকস জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত আছেন তিনি।
শিরোপা অক্ষুন্ন রাখার মিশনে শুরুতেই ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচেই দুর্বল আফগানিস্তানের কাছে পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টুর্নামেন্টে এ পর্যন্ত মাত্র একটি জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের প্রস্তুতিকালে নিতম্বে চোট পেয়েছিলেন তিনি। তবে আগামীকাল শনিবার মুম্বাইয়ে প্রোটিয়াদের বিপক্ষে খেলার সবুজ সংক্ষেত দিয়েছেন এ টেস্ট অধিনায়ক।
ফিটনেস ও দক্ষতার পরীক্ষা দিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে স্টোকস বিবিসিকে বলেন, ‘ টুর্নামেন্টের আগে ইনজুরিতে পড়াটা হতাশার ছিল, কিন্তু আমি আগের অবস্থানে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করেছি। একাদশভুক্ত হতে নিজেকে প্রস্তুত করেছি।’
তিনি বলেন,‘ মুম্বাইয়ে শেষ ম্যাচ এবং প্রথম অনুশীলন সেশনের পর থেকে আমরা কয়েকদিনের ছুটি পেয়েছি। এটিকে আমি ভালোভাবে কাজে লাগাতে চাই। আমার মনে হয় সবকিছুই মোটামুটি বেশ ভালো। আমি ভালো অবস্থানে আছি।’
তারকা ব্যাটসম্যানের প্রত্যাবর্তনের খবরে চারদিকে উত্তেজান বেড়েছে। ২০১৯ বিশ^কাপ জয়ের নায়ক ৩২ বছর বয়সি এই তারকা বলেন,‘ আমি জানি দলীয় ম্যাচে আমিও একজন সদস্য মাত্র। শুধুমাত্র একজন খেলোয়াড় একটি দলকে অনুপ্রানীত করতে পারে না। আমি ফিরলেই যে দল হঠাৎ করেই ভালো কিছু করে ফেলবে তা নয়। এটি সেই বিষয়গুলোর একটি মাত্র, যা বেশী বলা হয় কিন্তু কম পড়া হয়।’
স্টোকস বলেন,‘ ইংল্যান্ডের হয়ে যারা মাঠে নামে তারা প্রত্যেকেই ম্যাচ বিজয়ী এবং স্বতন্ত্রভাবে এমন কিছু করতে পারে যা আমাদের একটি ম্যাচ জিতিয়ে দিতে পারে।’