শিরোনাম
চেন্নাই, ২৩ অক্টোবর ২০২৩ (বাসস) : এ বছর ওয়ানডেতে ১১৬৮ বল খেলার পর প্রথম পাওয়ার প্লে, অর্থাৎ প্রথম ১০ ওভারে ছক্কা মারতে পেরেছে পাকিস্তানী ব্যাটাররা।
ওয়ানডে বিশ^কাপের ২২তম ম্যাচে আজ চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে আফগান পেসার নাভিন উল হকের তৃতীয় বলে ছক্কা মারেন ওপেনার আব্দুল্লাহ শফিক। এর মাধ্যমে এ বছর ২০ ইনিংস ও ১১৬৮ বল পর প্রথম পাওয়ার প্লেতে ছক্কার দেখা পেল পাকিস্তান।
তবে সর্বশেষ গত বছরের জুনে মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়ার প্লেতে ছক্কা মেরেছিলো পাকিস্তান। সব মিলিয়ে ২২ ইনিংস ও ১৩৬২ বল পর পাওয়ার প্লেতে ছক্কার দেখা পেল পাকিস্তান।
অবশেষে বিশ^কাপে এসে আফগানিস্তানের বিপক্ষে দীর্ঘ অপেক্ষায় অবসান ঘটে পাকিস্তানের।