শিরোনাম
চেন্নাই, ২৪ অক্টোবর, ২০২৩ (বাসস/এএফপি) : পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের স্মরণীয় জয়ে নিজের জন্য ও দেশের জন্য দারুন গর্ববোধ করছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ইব্রাহিম জারদান।
২৮৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জারদান (৮৭), রহমত শাহ (৭৭*) ও রহমানুল্লাহ গুরবাজের (৬৫) আত্মবিশ্বাসী ব্যাটিং আফগানিস্তানকে সহজ এনে দিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর এই এবার আরেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারালো আফগানরা। অর্থাৎ বিশ্বকাপ মঞ্চে এই প্রথমবার দুই জয়ের মুখ দেখলো আফগানরা।
২১ বছর বয়সী জারদান বলেছেন, ‘এই ধরনের জয় আমার কাছে অবশ্যই অনেক বড় একটি বিষয়। আমি নিজের জন্য ও একইসাথে দেশের জন্য দারুন গর্বিত। আমি ইতিবাচক মনোভাব ও ইতিবাচক লক্ষ্য নিয়ে বাকি ম্যাচগুলোতে এগিয়ে যেতে চাই।’
জারদান ও আরেক ওপেনার গুরবাজ মিলে প্রথম উইকেটে ১৩০ রানের ম্যাচ জয়ী ইনিংস উপহার দিয়েছে। আট ওয়ানডেতে এই প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। জারদান বলেন, ‘আমি এবং গুরবাজ মিলে বেশ কিছু ভাল পার্টনারশীপ দলকে উপহার দিয়েছি। ১৬ বছর বয়স থেকে আমরা দুজন একসাথে খেলছি। যে কারনে আমাদের মধ্যে ভাল বোঝাপোড়া রয়েছে। অপর প্রান্ত থেকে তার সহযোগিতা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারনেই দলকে ভাল কিছু দিতে পারি।’