বাসস
  ২৫ অক্টোবর ২০২৩, ২০:১৩

ফাহিমের শরণাপন্ন হলেন সাকিব

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৩ (বাসস) : আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট দল কোলকাতায় পৌঁছালেও, হঠাৎ করেই আজ মুম্বাই থেকে দেশে ফিরেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
দেশে আসার পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান সাকিব। সেখানে তার বিকেএসপির কোচ নাজমুল আবেদিন ফাহিমের তত্ত্বধানে অনুশীলন করেন সাকিব।
ব্যাটিং বা বোলিংয়ে  কোন ধরনের সমস্যা মনে করলেই ফাহিমের শরনাপন্ন হয়ে থাকেন  সাকিব। চলমান বিশ্বকাপে বোলিং-ব্যাটিং দু’ক্ষেত্রেই খারাপ সময় পার করছেন সাকিব। তার বাজে পারফরমেন্স দলের উপরও নেতিবাচক প্রভাব ফেলেছে। টানা চার ম্যাচ হেরে টেবিলের তলানিতে এখন বাংলাদেশ।
বিশ^কাপে একমাত্র জয়টি নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পেয়েছে বাংলাদেশ।
গতকাল মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় হারে রান রেটে পিছিয়ে টেবিলের তলানিতে নেমে গেছে বাংলাদেশ।
ঊরুর ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে না পারা  সাকিব বিশ^কাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ৫৬ রান করেছেন তিনি। যার মধ্যে সর্বোচ্চ ৪০ রান করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ৫ দশমিক ৫৪ ইকোনমি রেটে ৬ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার। ৬ উইকেটের তিনটিই আফগানিস্তানের বিপক্ষে শিকার করেছিলেন তিনি।
২০১৯ সালের বিশ্বকাপে ব্যাটিং-বোলিংয়ের দুর্দান্ত পারফরমেন্সে রেকর্ড বইয়ে জায়গা করে নেন সাকিব। তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন তিনি। একমাত্র খেলোয়াড় হিসেবে ক্রিকেটের সবচেয়ে বড় মেগা ইভেন্টের যেকোন সংস্করণে ৫শর বেশি রান এবং ১০এর বেশি উইকেট শিকার করেন সাকিব।
জানা গেছে, ২৭ অক্টোবর কোলকাতায় দলের সাথে যোগ দেওয়ার আগে ফাহিমের সাথে আরও একদিন অনুশীলন করবেন সাকিব। আগামী ২৮ অক্টোবর ঐতিহাসিক ইডেন গার্ডেনে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৩১ অক্টোবর পাকিস্তানে মুখোমুখি হবে টাইগাররা। ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলংকা এবং ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।